অস্থির বাংলাদেশি জোকস [[[না পড়লে চরম মিস!]]]


Bangla Funny Jokes: আপনি তো দেখছি অপূর্ব সুন্দরী...!!!
►এক ভদ্রমহিলা ঘরে একা ছিলেন হঠাৎ দরজায় টোকা পড়লো, তিনি দরজা খুলে অপরিচিত এক লোককে দেখতে পেলেন,

►লোকটি বললঃ আপনি তো খুবই সুন্দরী...!!!

►মহিলা ঘাবড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন...
পরের দিন আবার দরজায় টোকা পড়লো...

►মহিলাটি দরজা খুলে আবার সেই লোককে দেখতে পেলেন...!!!

►লোকটি বললঃ আপনি সত্যি খুবই সুন্দরী...!!!

►মহিলা ভয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন...

►পরের তিন চার দিনও যখন একই ঘটনা ঘটতে থাকলো...

►তখন মহিলা বিরক্ত হয়ে  পুরো বিষয়টি তার স্বামীকে বললেন...

►সব শুনে স্বামী বললঃ তুমি  চিন্তা করনা, আজ যখন হতচ্ছাড়াটা আসবেতখন আমি
ঘরে দরজার পিছনে দাঁড়িয়ে থাকবো...

►তুমি শুধু বলবে, "হ্যাঁ, আমি সুন্দরী, তাতে তোমার কি ?"

►তারপর ওই ব্যাটাকে আমি ....

►পরের দিন যখন দরজায় টোকা পড়লো...

►তখন মহিলার স্বামী দরজার পিছনে লুকিয়ে পড়ল...

►মহিলাটি দরজা খুলতে লোকটি বললঃ আপনি তো দেখছি অপূর্ব সুন্দরী...!!!

►মহিলাঃ হ্যাঁ, আমি সুন্দরী, কিন্তু তাতে আপনার কি?

►লোকটি বিনম্র ভাবে হাতজোড় করে বললঃ আপু, এই বিশ্বাস আর অনুভুতিটা অনুগ্রহ করে আপনার
স্বামীর মধ্যে জাগিয়ে তুলুন যাতে, ↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
↓↓↓
উনি অন্তত আমার স্ত্রীর পিছুটা ছাড়েন...!!!

Thanks For Visit:)- Bangla Funny Jokes ►আপনি তো দেখছি অপূর্ব সুন্দরী...!!!►আরো মজার মজার Bangla Funny Jokes পেতে এইখানে ক্লিক করুন...►

Bangla Funny Jokes: প্রেমিকার বড় ভাই...!!!
►প্রেমিকার বড় ভাইঃ অই তরে না আমার বইন টুনির পিছনে ঘুরতে মানা করছিলাম...!!!

►প্রেমিকঃ আমি টুনিরে ভালবাসি, টুনি শুধু আমার...!!!

►প্রেমিকার বড় ভাইঃ আরেক বার যদি ভালবাসার কথা কছ, তাইলে কিন্তু তর খবর আছে...

►প্রেমিকঃ কি করবেন? আমি ডরাই না,টুনি শুধু আমার...!!!

►প্রেমিকার বড় ভাইঃ তরে আমি এমন কিছু করুম যে তর কলিজার মইদ্ধে যাইয়া লাগবো...

►প্রেমিকঃ কি করবেন? আমারে পুলিশে ধরাইয়া দিবেন? আমি ডরাই না...!!!টুনি শুধু আমার...

►প্রেমিকার বড় ভাইঃ না তরে পুলিশে দিমুনা...

►প্রেমিকঃ তাইলে কি করবেন? লাঠি দিয়া আমারে পিটাইবেন? আমি ভয় পাইনা টুনি শুধু আমার...

►প্রেমিকার বড় ভাইঃ না তরে লাঠি দিয়া পিটামু না...

►প্রেমিকঃ তাইলে কি করবেন? আমারে চাক্কু দিয়া মারবেন? আমি ভয় পাই না...!!! টুনি শুধু আমার...

►প্রেমিকার বড় ভাইঃ না তরে চাক্কু দিয়াও মারমু না...

►প্রেমিকঃ তাইলে কি করবেন? পিস্তল দিয়া গুলি কইরা মারবেন? আমি ভয় পাইনা টুনি শুধু আমার...

►প্রেমিকার বড় ভাইঃ না তরে পিস্তল দিয়াও গুলি করমু না...

►প্রেমিকঃ তাইলে কি করবেন? আমি দুনিয়ার কোনো কিছুই ভয় পাইনা! টুনি শুধু আমার...

►প্রেমিকার বড় ভাইঃ তরে আমি এমন অবস্থা করমু যে তুই সপ্নেও ভাবতে পারবিনা...!!!খালি এত টুকুই জাইনা রাখ তর কলিজার মইদ্ধে...

►প্রেমিকঃ পারলে করেন আমি ভয় পাইনা...!!! টুনি শুধু আমার...

►প্রেমিকার বড় ভাইঃ মন্টু ( চাকরের নাম) অই মন্টু, কই গেলি?একটা দড়ি আন এই রোমিও
হারামজাদা ডারে দড়ি দিয়া বাইন্ধা ঠান্ডা পানিতে গোসল করামু...

►প্রেমিকঃ না মানে ভাইজান আমি ত এতক্ষণ দুস্টামি করছি টুনি আপনার
ছোট বইন মানে তো আমারও ছোট বইন...

Thanks For Visit:)- Bangla Funny Jokes ►প্রেমিকার বড় ভাই!►আরো মজার মজার Bangla Funny Jokes পেতে এইখানে ক্লিক করুন...►

Bangla Funny Jokes: Pogo & HBO Fan :)- 
►কে.জি স্কুলের এক ছেলে এক মেয়েকে বলতেছে:

►ছেলে : জানু আমি তোমার হাতে একটা কিস দিতে পারি?

►মেয়ে : হাতে কেন আমার ঠোঁটে কি বিষ আছে নাকি?

► ছেলে (মনে মনে বলতেছে) : বাপ রে বাপ!!!!আমি POGO দেখি আর
এই মেয়ে তো HBO দেখে এসেছে!!!!

Thanks For Visit:)- Bangla Funny Jokes ►Pogo & HBO Fan :)- ►আরো মজার মজার Bangla Funny Jokes পেতে এইখানে ক্লিক করুন...►


Bangla Funny Jokes: আপনার বোঝা উচিত আমি ক্লাস সিক্সে পড়ি...!!! 
এক ছাত্রী ক্লাস সিক্সে পড়ে দেখতে খুব সুন্দর একদিন তাকে ভয়ে ভয়ে বললাম, আমি তোমাকে ভালবাসি।
মেয়েটি উত্তরে বললঃ ভাইয়া, আপনার বোঝা উচিত আমি ক্লাস সিক্সে পড়ি...!!!
আপনি কি করে ভাবলেন  আমি এখনও ফাঁকাআছি!!!

Thanks For Visit:)- Bangla Funny Jokes ► আপনার বোঝা উচিত আমি ক্লাস সিক্সে পড়ি...!!!  ►আরো মজার মজার Bangla Funny Jokes পেতে এইখানে ক্লিক করুন...►



Bangla Funny Jokes: যেকোন রোগের ফি ৩০০ টাকা...!!! [[►না পড়লে চরম মিস ►]]

একজন ডাক্তার চেম্বার খুলেছেন, বাইরে নোটিশ টানিয়ে দিয়েছেন, "যেকোন রোগের ফি ৩০০ টাকা যদি রোগ ভাল না হয়, তবে ১,০০০ টাকা ফেরত পাবেন...!!!

এক সাংবাদিক এটা দেখে ভাবলো, ডাক্তারকে বাঁশ দিয়ে ১ হাজার টাকা কামায় নেই। সেই ধান্দাবাজ সাংবাদিক
ডাক্তারের চেম্বারে যেয়ে বললো, ডাক্তার আমি আমার জিহ্ববায় কোন টেস্ট পাই না...!!!

ডাক্তার তার এসিস্টেন্ট কে বললেন, ২২ নাম্বার বোতল থেকে কয়েকফোটা ওষুধ সাংবাদিক এর জিহ্ববায় দিতে।
এসিস্টেন্ট সেটাই করলো।

সাংবাদিক তো, ইয়াক ইয়াক করে বলে, এটা তো ইউরিন!!! ডাক্তার হেসে বললেন, এইতো আপনার মুখের স্বাদ
ফিরে এসেছে। এবার ৩০০ টাকা দেন।

কিছুদিন পর সাংবাদিক আবার ফন্দি আটলো , কিভাবে আগের ৩০০ টাকা উসুল করে এবার বাঁশ দিবেই ডাক্তারকে।
এবার চেম্বারে যেয়ে বলে, ডাক্তার, আমার মেমরি লস হইছে, কিছু মনে রাখতে পারি না।

ডাক্তার আবারো এসিস্টেন্ট কে বললেন, ২২ নম্বর বোতল থেকে এক চামচ ওষুধ উনাকে খাইয়ে দিতে। এটা শুনেই সাংবাদিক লাফ দিয়ে উঠে বলে, ২২ নম্বরে তো ইউরিন!!!

ডাক্তার এবারো হেসে বলেন, জি। আপনার স্মৃতি ফেরত এসেছে :)  ঝটপট ৩০০ টাকা দেন... !!!

Thanks For Visit:)- Bangla Funny Jokes ► যেকোন রোগের ফি ৩০০ টাকা...!!!  ►আরো মজার মজার Bangla Funny Jokes পেতে এইখানে ক্লিক করুন...►



Bangla Funny Jokes: একটি মশা কিভাবে মারতে হয়? [[[না পড়লে চরম মিস!]]] 

এক পরীক্ষায় প্রশ্ন আসলো একটি মশা কিভাবে মারতে হয়?
বল্টুর উওর ছিলঃ
▶ প্রথমে একটি বাটিতে মরিচের গুরি পানি দিয়ে গুলিয়ে রাখুন।
মশা রক্ত মনে করে খেতে আসবে। এই মরিচ গুলানো খেয়ে মশা ঝালে
পানি খেতে যাবে।  পানি খেতে আসলে আপনি মশা টিকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিন।

▶ তারপর একস্থানে আগুনজালান, ভেজা মশা আগুনেরকাছে আসবে নিজেকে শুকাতে।
এবার আপনি আবার ধাক্কা দিয়ে মশা টি কে আগুনে ফেলে দিন।

▶ তারপর যে হাসপাতালে মশাটি ভর্তি হয়েছে সেখানে যাবেন এবার চুপি চুপি
মশার মুখের অক্সিজেন মাস্ক টি খুলে ফেলুন।
ব্যাস আপনার কাজশেষ মরে যাবে মশা টি।

▶ স্যার শুনে অজ্ঞান...!!!

Thanks For Visit:)- Bangla Funny Jokes ► একটি মশা কিভাবে মারতে হয়?  ►আরো মজার মজার Bangla Funny Jokes পেতে এইখানে ক্লিক করুন...►


Bangla Funny Jokes : যদি পয়সাটা আকাশে ভাসে...!!!
পরীক্ষার আগের রাতে বল্টু পয়সা দিয়ে টস করতেছে: যদি শাপলা আসে তাইলে ঘুমায়া যামু, যদি মানুষ
আসে তাইলে টিভি দেখমু,  যদি খারায়া থাকে তাইলে গেইমস
খেলমু,আর যদি পয়সাটা আকাশে ভাসে তাইলে খোদার কসম......সারা রাত পরমু...!!!


Bangla Funny Jokes: " R U Relaxing? " [[[না পড়লে চরম মিস!]]]
বল্টু আমেরিকা তে সমুদ্রসৈকত এ Sun Bath নিচ্ছেন। এক লোক বল্টুর পাশ দিয়ে যাওয়ার সময়
জিজ্ঞেস করলঃ " R U Relaxing? "
বল্টুঃ "No...I'm Boltu Mia" ওই লোক এটা শোনার পর অবাক হয়ে চলে গেলো।

কিছুক্ষন পর এক মহিলা বল্টুকে জিজ্ঞেস করলঃ " R U Relaxing? "
বল্টুঃ “No....I'm Boltu...." মহিলাও অবাক হয়ে চলে গেলো...

এমন আরো দুইজন প্রশ্ন করাতে বল্টু বিরক্ত হয়ে উঠে হাটা ধরলো। সামনে গিয়ে দেখে বারাক
ওবামা সাহেব ও ছাতার নিচে বিশ্রাম নিচ্ছেন।

বল্টু কি মনে করে তাকে জিজ্ঞেস করলোঃ " R U Relaxing? " ওবামাঃ "Yes, I'm...But, Why?"

এটা শোনার পর বল্টু বারাক ওবামাকে কষে এক থাপ্পড় দিয়ে বললঃ ওই দিকে তরে সব মানুষ খুঁজতাছে আর
তুই এইখানে ছাতার তলে বাতাস খাইতাচস হারামজাদা...!!!

Thanks For Visit:)- Bangla Funny Jokes ►" R U Relaxing? " ►আরো মজার মজার Bangla Funny Jokes পেতে এইখানে ক্লিক করুন...►











No comments:

Post a Comment